২ মে, ২০২৪ ২২:০৯

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে যে কথা বললেন হানিয়া

অনলাইন ডেস্ক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে যে কথা বললেন হানিয়া

ইসমাইল হানিয়া

হামাস আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল রহমান আল থানির সাথে একটি ফোনালাপে কথা বলেছেন।

ফোনালাপে তারা ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ’ সম্পর্কিত সর্বশেষ আলোচনা করেছেন।

বিবৃতিতে বলা হয়, হানিয়া কাতারের  মধ্যস্থতার ভূমিকার প্রশংসা করেছেন এবং সম্প্রতি পাওয়া যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় আন্দোলনের ইতিবাচক মনোভাবের ওপর জোর দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, কাতার ও মিশরের মধ্যস্থতায় একটি চুক্তি সম্পাদনের লক্ষ্যে দুই পক্ষ চলমান আলোচনা শেষ করতে সম্মত হয়েছে। 

এর আগে হামাস জানিয়েছিল, আরও যুদ্ধবিরতি আলোচনার জন্য শিগগিরই একটি প্রতিনিধি দল মিশর সফর করবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর