৪ মে, ২০২৪ ২২:০৩

ভয়াবহ বিপর্যয়ে সুনাকের কনজারভেটিভ পার্টি

অনলাইন ডেস্ক

ভয়াবহ বিপর্যয়ে সুনাকের কনজারভেটিভ পার্টি

চরম বিপর্যয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের কনজারভেটি পার্টি। স্থানীয় সরকার নির্বাচনে টরি শিবিরে ধস নেমেছে।  ইংল্যান্ড ও ওয়েলসে গত বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১০৭টি কাউন্সিল ও ১টি সংসদীয় আসনের উপনির্বাচনে চরম বিপর্যয় ঘটেছে ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ।

এই নির্বাচনে বড় জয় পেয়েছে প্রধান বিরোধী দল লেবার পার্টি। লিবারেল ডেমোক্রেটিক পার্টিও কনজারভেটিভ পার্টিকে টপকে দ্বিতীয় অবস্থান দখল করেছে। 

গত ৪০ বছরে কনজারভেটিভ পার্টি স্থানীয় সরকার নির্বাচনে এমন বিপর্যয়কর পরিস্থিতির মুখোমুখি হয়নি।

স্থানীয় সময় আজ শনিবার বেলা ২টা পর্যন্ত ১০৭টি কাউন্সিলের মধ্যে ১০৩টি কাউন্সিলের ফলাফল প্রকাশিত হয়। সবশেষ ফলাফলে দেখা যায়, স্যার কিয়ার স্টারমারের লেবার পার্টি ১ হাজার ৬১টি কাউন্সিলর পদে জয় লাভ করেছে। ৫০৮টি কাউন্সিলর পদে জয় পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। ৫০৪ কাউন্সিলর পদ নিয়ে তৃতীয় অবস্থানে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন ২২৫, গ্রিন পার্টি ১৭৩ ও রেসিডেন্স অ্যাসোসিয়েশন ৪৮টি কাউন্সিলর পদে বিজয়ী হয়েছে।

ফল নিয়ে হতাশা প্রকাশ করে ঋষি সুনাক বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টি বড় জয় পেলেও আগামী জাতীয় নির্বাচনে জনগণ কনজারভেটিভ পার্টিকেই ভোট দেবে। কারণ, কনজারভেটিভ পার্টি আলোকিত ব্রিটেন গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।

এদিকে লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি ঋষি সুনাককে আগাম জাতীয় নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর