১৩ মে, ২০২৪ ১১:১৯

পরমাণু নীতি পরিবর্তন করবে ইরান, হুঁশিয়ারি খামেনির উপদেষ্টার

অনলাইন ডেস্ক

পরমাণু নীতি পরিবর্তন করবে ইরান, হুঁশিয়ারি খামেনির উপদেষ্টার

আয়াতুল্লা আলি খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা কামাল খাররাজি ইরানের পরমাণু নীতি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে তিনি এই ইঙ্গিত দিলেন। 

তিনি বলেন, যদি মনে করা হয় ইরানের অস্তিত্ব ইসরায়েলের হুমকির মুখে রয়েছে, তাহলে ইরান পরমাণু নীতি পরিবর্তন করবে।

কামাল খাররাজি বলেন, ‘পরমাণু বোমা বানানোর কোনো সিদ্ধান্ত আমাদের নেই। কিন্তু অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমাদের সামরিক মতবাদ পরিবর্তন করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’

এপ্রিলের শুরুতে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে বোমা হামলার প্রতিক্রিয়ায় ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়। পরমাণু অস্ত্র উন্নয়নের বিরুদ্ধে আয়াতুল্লাহ খামেনির পূর্ববর্তী ফতোয়া সত্ত্বেও, ইরানের সাবেক গোয়েন্দা মন্ত্রী ২০২১ সালে ইঙ্গিত দিয়েছিলেন, বাইরের চাপ, বিশেষত পশ্চিমা দেশগুলির চাপ ইরানের পারমাণবিক অবস্থানের পুনর্মূল্যায়নকে প্ররোচিত করতে পারে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দশকের পর দশক ধরে ‍হুমকি দিয়ে আসছে, ইরানকে কোনো অবস্থাতেই তারা পরমাণু শক্তির অধিকারী হতে দেবে না। সূত্র : এনডিটিভি

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর