১৩ মে, ২০২৪ ১২:৪৮

ইন্দোনেশিয়ার মাউন্ট ইবুতে ফের অগ্ন্যুৎপাত, ৫ কিলোমিটার উঁচুতে ছাই

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ার মাউন্ট ইবুতে ফের অগ্ন্যুৎপাত, ৫ কিলোমিটার উঁচুতে ছাই

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছে। সোমবার এই অগ্ন্যুৎপাতে আকাশে পাঁচ কিলোমিটারেরও বেশি (তিন মাইল) দূরে বিশাল ছাই ছড়িয়ে পড়ে।

খবর অনুসারে, গত সপ্তাহে কর্তৃপক্ষ সতর্কতার মাত্রা দ্বিতীয় থেকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করে।

অগ্ন্যুৎপাতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ছবিতে উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা দ্বীপের আকাশে ছাইয়ের স্তম্ভ উড়তে দেখা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পটি আগ্নেয়গিরির চূড়া থেকে পাঁচ কিলোমিটারেরও বেশি ওপরে পৌঁছেছে। এটা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সবচেয়ে বড় অগ্ন্যুৎপাতগুলোর একটি।

সোমবার এক বিবৃতিতে ভূতত্ত্ব সংস্থার প্রধান মুহাম্মদ ওয়াফিদ বলেন, ধূসর-কালো ছাইয়ের স্তম্ভটি ‘ঘন তীব্রতায়, পশ্চিম দিকে ঝুঁকে পড়েছে’।

ওয়াফিদ আগ্নেয়গিরির ছাই পড়া থেকে রক্ষা পেতে আশেপাশের বাসিন্দাদের বাইরে যাওয়ার সময় ফেসমাস্ক এবং চশমা পরার আহ্বান জানিয়েছেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর