১৪ মে, ২০২৪ ১৯:৫৪

মারাই গেলেন অনশনরত সেই থাই নারী অধিকার কর্মী

অনলাইন ডেস্ক

মারাই গেলেন অনশনরত সেই থাই নারী অধিকার কর্মী

রাজতন্ত্রের সমালোচনা করার অভিযোগে কারাবন্দী থাকা থাইল্যান্ডের এক অধিকার কর্মী অনশনরত অবস্থায় মারা গেছেন। 

মঙ্গলবার হঠাৎ করে অনশনরত নেতিপন বুং সানেসাংখমের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ। 

২৮ বছর বয়সী এই নারী অধিকারকর্মী রাজতন্ত্রের সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে তিনি কারাবন্দী ছিলেন। তার বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়েছিল। যার মধ্যে দু’টি ছিল রাজতন্ত্রকে তিরস্কার করা।

কারারুদ্ধ করার পর থেকেই তিনি অনশনে বসেন। পানি ছাড়া প্রথম দিকে তিনি কিছুই গ্রহণ করেননি। এপ্রিলের দিকে তিনি কিছুটা খাবারও খাচ্ছিলেন। 

আদালত ও রাজতন্ত্র অবমাননার যে অভিযোগ এই নারীর বিরুদ্ধে আনা হয়েছিলো তা প্রমাণ হলে প্রতি অভিযোগের বিপরীতে তার ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের সাজা হতে পারতো।


সূত্র: বিবিসি


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর