১৫ মে, ২০২৪ ১৯:৪২

বন্দুকধারীর গুলিতে সংকটাপন্ন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

বন্দুকধারীর গুলিতে সংকটাপন্ন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী

রবার্ট ফিকো

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সংকটজনক। 

স্লোভাকিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার বিকালে হ্যান্ডলোভা শহরে সমর্থকদের সঙ্গে বৈঠক করার সময় গোলাগুলির ঘটনায় আহত হন ফিকো।

ডেনিক এন নিউজ আউটলেট এবং স্লোভাকিয়ার টিভি স্টেশন টিএথ্রি জানিয়েছে, সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

স্লোভাক তাসর নিউজ এজেন্সি জানিয়েছে, পার্লামেন্টের ডেপুটি স্পিকার লুবোস ব্লাহা পার্লামেন্টের অধিবেশনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংসদ স্থগিত করেছেন।

স্লোভাকিয়ার একটি টিভি স্টেশন টিএ৩ জানিয়েছে, রাজধানী থেকে প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) উত্তর-পূর্বে হ্যান্ডলোভা শহরে হাউস অব কালচারের বাইরে ফিকোর পেটে চারটি গুলি করা হয়।

পুলিশ ঘটনাস্থল সিলগালা করে দিয়েছে এবং সন্দেহভাজন একজনকে আটক করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

সূত্র : আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর