১৬ মে, ২০২৪ ১৯:২০

ক্ষমতা ছাড়লেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

ক্ষমতা ছাড়লেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী

দীর্ঘ ২০ বছর পর ক্ষমতা ছাড়লেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। ফলে দেশটিতে দীর্ঘ এক রাজনৈতিক যুগের অবসান ঘটল।

বুধবার রাতে পদত্যাগের পর লি আনুষ্ঠানিকভাবে উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী লরেন্স ওং এর হাতে ক্ষমতা হস্তান্তর করেছেন।

১৯৬৫ সালে সিঙ্গাপুর স্বাধীন হওয়ার পর থেকে মাত্র চারজন প্রধানমন্ত্রী পেয়েছে দেশটি। চারজনই ছিলেন পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) প্রতিনিধি।

সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লি সিয়েন এর বাবা লি কুয়ান ইউ। তিনি ২৫ বছর ধরে দেশের নেতৃত্ব দিয়েছিলেন। তাকে আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা বলা হয়।

লি এ সপ্তাহান্তে স্থানীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে তার শেষ সাক্ষাৎকারে সিঙ্গাপু্রের জনগণকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর