১৯ মে, ২০২৪ ২১:০৬

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় বিজেপি নেতা নিহত, আহত পর্যটক দম্পতি

অনলাইন ডেস্ক

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় বিজেপি নেতা নিহত, আহত পর্যটক দম্পতি

ভারতের কাশ্মীর সন্ত্রাসীদের জোড়া হামলার ঘটনা ঘটেছে। একটি হামলায় গুলিবিদ্ধ হয়েছে এক দম্পতি। অপরটিতে দক্ষিণ কাশ্মীরের একটি গ্রামের সাবেক পঞ্চায়েত প্রধান মারা গেছেন। তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্য ছিলেন।

আগামীকাল ২০ মে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বারামুলা আসনে লোকসভা নির্বাচনের ভোটের আগেই এমন ঘটনা ঘটলো।

রবিবার ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন আইজাজ আহমেদ শেখ। অভিযোগ উঠেছে, তার বাড়ির ভেতরে ঢুকে হামলা চালায় বন্দুকধারীরা। হাসপাতালে নেয়ার আগেই সাবেক পঞ্চায়েত প্রধান নিহত হন।

অপরদিকে, অনন্তনাগের পেহলগামে একটি পর্যটন শিবিরে গুলি চালায় বন্দুকধারীরা। সেইসময় আহত হন পর্যটক দম্পতি ফারহা এবং তাবরেজ। তারা জয়পুর থেকে ঘুরতে এসেছিলেন। কাশ্মীর পুলিশ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, আহত দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর