২০ মে, ২০২৪ ২১:১৫

রাইসির মৃত্যুতে ভারতে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

অনলাইন ডেস্ক

রাইসির মৃত্যুতে ভারতে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইরানের প্রেসিডেন্ট  ইব্রাহিম রাইসির মৃত্যুতে ভারতে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ইরানের প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুতে তিনি শোকার্ত।

সামাজিক মাধ্যমে এক্স-এ মোদি লিখেছেন. ‘ভারত-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার ক্ষেত্রে তার বিশাল অবদান ছিল। এ জন্য ভারত সবসময় তাকে মনে রাখবে। আমি তার পরিবারকে ও ইরানের জনগণকে সমবেদনা জানাই। এই কঠিন সময়ে ভারত ইরানের পাশে আছে।’

রাইসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ানের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত সরকার একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।

সরকারের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ''ইরানের প্রেসিডেন্ট রাইসি ও আবদুল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত ২১ মে জাতীয় শোকপালন করবে। মঙ্গলবার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। যাবতীয় সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে।’


 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর