ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রবিবার হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। তার সাথে একই পরিণত বরণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ আরও আট জন।
মোট নয়টি প্রাণ কেড়ে নেয়া দুর্ঘটনার পরই উঠেছে প্রশ্ন। এটা কী দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড? যদিও ইরান একে নিছক দুর্ঘটনা বলেই দাবি করেছে। তবুও কিছু ইরানি মনে করেন এর পেছনে যুক্তরাষ্ট্র কিংবা ইসরাইলের হাত থাকতে পারে।
তবে এবার নতুন একটি প্রসঙ্গ সামনে এনেছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জাফরি। তিনি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এই হৃদয় বিদারক ঘটনার অন্যতম কারণ যুক্তরাষ্ট্র। তারা ইরানের কাছে উড্ডয়ন খাতের যন্ত্রপাতি বা সামগ্রী বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, যা প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই অপরাধ ইরানের মানুষের মন ও ইতিহাসে লেখা থাকবে।’দুর্ঘটনার সময় রাইসি যে হেলিকপ্টারটিতে আরোহন করেছিলেন তা যুক্তরাষ্ট্রের তৈরি। এটি ভিয়েতনাম যুদ্ধের সময়কার বেল ২১২ মডেলের।
যদিও ইরান বলছে, কুয়াশাচ্ছন্ন বৈরি আবহাওয়ার কারণেই রাইসি ও তার সহযাত্রীরা এমন দুর্ঘটনার কবলে পড়েছেন।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/নাজমুল