২৩ মে, ২০২৪ ১৪:৪৬

যে শহরে সমাহিত করা হবে রাইসিকে

অনলাইন ডেস্ক

যে শহরে সমাহিত করা হবে রাইসিকে

ইরানের পূর্বাঞ্চলীয় শহর বিরজান্দে জানাজা নামাজ শেষে পবিত্র শহর মাশহাদে তাকে দাফন করা হবে ইব্রাহিম রাইসিকে। এ শহরেই ইমাম রেজা (আ.)-এর মাজার অবস্থিত। 

গত মঙ্গলবার ও বুধবার তাবরিজ, কওম ও তেহরানে কয়েক দফায় জানাজা অনুষ্ঠিত হয় নিহতদের। এতে অংশ নেন লাখ লাখ মানুষ।

গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীরা। 

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় বিরজান্দ শহরে রাইসির শেষ বিদায় অনুষ্ঠান শুরু হয়। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানে। খোরাসান ছাড়াও অনান্য প্রদেশের ইরানি বাসিন্দারাও অংশ নিয়েছে রাইসির এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে। আজকেই তাকে নিজের জন্ম শহরে সমাহিত করা হবে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর