২৮ মে, ২০২৪ ১৩:৫৫

চার বছর পর এক মঞ্চে চীন-জাপান-দক্ষিণ কোরিয়ার নেতারা

অনলাইন ডেস্ক

চার বছর পর এক মঞ্চে  চীন-জাপান-দক্ষিণ কোরিয়ার নেতারা

 চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং মুক্ত বাণিজ্য ধরে রাখতে দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন।  সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে তিন দেশের এক বৈঠকে চীনের প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। 

খবরে বলা হয়েছে, দীর্ঘ চার বছর পর আবার এক মঞ্চে বসেছেন চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতারা। জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতার সঙ্গে সাক্ষাৎ করে এ বৈঠককে সম্পর্কের ‘নব সূচনা’ বলে প্রশংসা করেন চীনের প্রধানমন্ত্রী কিয়াং।

সিউলে চীনের প্রধানমন্ত্রী কিয়াং, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল বৈঠকে বসেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর