৩১ মে, ২০২৪ ১২:২৩

গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলার পর নিউইয়র্কে চাকরি হারালেন মুসলিম নার্স

অনলাইন ডেস্ক

গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলার পর নিউইয়র্কে চাকরি হারালেন মুসলিম নার্স

গত ৮ মাসে গাজায় হামলা চালিয়ে ৩৬ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গাজার স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এছাড়া উপকূলীয় এলাকার ২৩ লাখ মানুষ এ হমলার ফলে বাস্তুচ্যুত হয়েছে। এদিকে, গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলার পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি হাসপাতাল কর্তৃপক্ষ ফিলিস্তিনিয়ান আমেরিকান মুসলিমকে চাকরিচ্যুত করেছে। 

ওই হাসপাতালের একজন মুখপাত্র বৃহস্পতিবার জানায়, নার্স হাসেন জাবরকে পূর্বে এ বিষয়ে কথা না বলতে সতর্ক করা হয়। কারণ গাজা ইস্যুতে কথা বলতে কর্মক্ষেত্রে যে ঝামেলায় পড়তে পারে। 

ইনস্টাগ্রামের এক পোস্টে জাবর জানান, গাজা ইস্যুতে কথা বলায় গত ৭ মার্চ তাকে পুরস্কৃত করা হয়। কিন্তু এর একমাস পরই তাকে চাকরিচ্যুতের চিঠি দেয়া হয়। 

অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে জাবর গাজায় নারীদের ওপর ইসরায়েলি বর্বরতা নিয়ে কথা বলেন। তিনি বলেন, যেভাবে গাজায় ফিলিস্তিনিরা নিহত হচ্ছেন, তা গণহত্যা ছাড়া কিছু নয়। 

হাসপাতালের মুখপাত্র জাবরকে এক ইমেইল বার্তায় গত ডিসেম্বরে এ বিষয়ে সতর্ক করেন। তবে তাকে বরখাস্তের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। 

সূত্র: রয়টার্স

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর