৩১ মে, ২০২৪ ১৯:২১

চার মাস পর বন্দী বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

অনলাইন ডেস্ক

চার মাস পর বন্দী বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় ১৫০ যুদ্ধবন্দী বিনিময় করেছে রাশিয়া-ইউক্রেন।

খবর অনুসারে, ইউক্রেন ও রাশিয়া প্রায় চার মাসের মধ্যে প্রথমবারের মতো যুদ্ধবন্দী বিনিময় করেছে বলে ঘোষণা দিয়েছে। উভয়পক্ষের মোট ১৫০ জনকে মুক্তি দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় এই বন্দী বিনিময় হয়েছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া থেকে ৭৫ জন ইউক্রেনীয় বন্দীকে ফেরত আনা হয়েছে। এদের মধ্যে চারজন বেসামরিক নাগরিক এবং বাকিরা সামরিক বাহিনীর সদস্য।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় একটি চুক্তিতে ৭৫ জনকে হস্তান্তর করেছে ইউক্রেন।

ইউক্রেনের যুদ্ধবন্দী সম্পর্কিত সমন্বয় কমিটি বলেছে, দীর্ঘ বিরতির পর আরেকটি বন্দী বিনিময়। ৭৫ জন প্রতিরক্ষাকর্মী এবং বেসামরিক নাগরিককে শত্রুর বন্দীদশা থেকে মুক্ত করা হয়েছে। কমিটির বিবৃতিতে মুক্ত সেনাদের ছবিও সংযুক্ত করা হয়েছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর