৩১ মে, ২০২৪ ২২:০০

পশ্চিমাদের রাশিয়ার কড়া হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

পশ্চিমাদের রাশিয়ার কড়া হুঁশিয়ারি

ইউক্রেন ইস্যুতে নতুন মাত্রায় সংঘাত উসকে দেয়ার জন্য পশ্চিমাদের দায়ী করেছে রাশিয়া। মস্কোর দাবি, যুক্তরাষ্ট্র ও ন্যাটো একরকম আগুনে ঘি ঢালছে। জার্মানি ও যুক্তরাষ্ট্র তাদের অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের সেনাবাহিনীকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিয়েছে। আর এতেই চটেছে পুতিনের দেশ।

বার্লিনের এক মুখপাত্র বলেছেন, জার্মানি মনে করছে যে ইউক্রেনের রাশিয়ার হাত থেকে আত্মরক্ষার অধিকার আছে। বিশেষ করে সীমান্ত পেরিয়ে খারকিভ অঞ্চলে হওয়া হামলা থেকে নিজেদের রক্ষার অধিকার কিয়েভের আছে। 

আর যুক্তরাষ্ট্র বলেছে, তাদের সরবরাহ করা অস্ত্র দিয়ে খারকিভের নিকটবর্তী রুশ অঞ্চলে হামলা চালানো যেতে পারে। যেখান থেকে রাশিয়ার সেনারা ইউক্রেনে আক্রমণ চালানোর প্রস্তুতি নেয়। 

এর জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছে, ন্যাটোভুক্ত দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র ও কয়েকটি ইউরোপিয় দেয় উত্তেজনা বাড়িয়ে দেয়ার একটি নতুন ধাপে প্রবেশ করেছে। তারা ধারাবাহিকভাবেই এটা করছে। তারা সম্ভাব্য সব উপায়ে ইউক্রেন যুদ্ধকে উসকানি দিয়ে চলেছে।

এমন উসকানি চলতে থাকলে রাশিয়াও পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়ে রেখেছে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর