৩ জুন, ২০২৪ ১৬:১২

যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ইতিবাচক হামাস, এখন ইসরায়েলি সাড়ার অপেক্ষা: মিশর

অনলাইন ডেস্ক

যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ইতিবাচক হামাস, এখন ইসরায়েলি সাড়ার অপেক্ষা: মিশর

মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শাউকরি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে হামাস। এখন ইসরায়েলির সাড়ার অপেক্ষায় আছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ মিশর।

মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শাউকরি এ কথা বলেছেন।

তিনি বলেন, “সর্বশেষ জিম্মি-যুদ্ধবিরতি চুক্তিকে ‘ইতিবাচকভাবে’ দেখেছে। এখন ইসরায়েলের প্রতিক্রিয়া কী, সেটার অপেক্ষা।”

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি চুক্তির জন্য একটি প্রস্তাব রাখেন। সেটিকে তিনি সর্বশেষ ইসরায়েলি প্রস্তাব হিসেবে দাবি করেন।

মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শাউকরি গাজা সীমান্ত এবং মাদ্রিদের ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে আলোচনার জন্য শাউকরি স্পেনে অবস্থান করছেন।

সেখানে তিনি আরও বলেন, মিশর রাফা সীমান্ত ক্রসিংয়ে ইসরায়েলি উপস্থিতি প্রত্যাখ্যান করে।

“ফিলিস্তিনি প্রশাসন ছাড়া রাফা ক্রসিংয়ের কাজ চালিয়ে যাওয়া কঠিন,” যোগ করেন তিনি। সূত্র: টাইমস অব ইসরায়েল, রয়টার্স

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর