৩ জুন, ২০২৪ ১৭:১৫

ভারতে দাবদাহে তিন দিনে ৫০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

ভারতে দাবদাহে তিন দিনে ৫০ জনের মৃত্যু

ভারতের বিভিন্ন অঞ্চলে তীব্র দাহদাহে গত তিন দিনে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর প্রদেশে মারা গেছেন ৩৩ জন।

মৃতদের মধ্যে লোকসভা নির্বাচনের কাজে নিয়োজিত পোলিং অফিসার, নিরাপত্তা কর্মকর্তা ও স্যানিটেশন কর্মীরাও আছেন।  

ভারতের উড়িষ্যা রাজ্যে মারা গেছে অন্তত ২০ জন। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা হিট স্ট্রোকজনিত কারণেই মারা গেছে।

প্রতি বারই এপ্রিল ও মে মাসে ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এবার আগের তুলনায় দেশটির তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে। দেশটিতে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা পহেলা মার্চ থেকে ৩০ মে পর্যন্ত হিট স্ট্রোকে অন্তত ৫৬ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে পেরেছে। আর এই সময়ে হিট স্ট্রোকের ঘটনা ঘটেছে প্রায় ২৫ হাজারটি। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর