৪ জুন, ২০২৪ ১৮:১৩

হুগলিতে রচনার দিদিগিরি, কুপোকাত লকেট

অনলাইন ডেস্ক

হুগলিতে রচনার দিদিগিরি, কুপোকাত লকেট

লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিকে হারিয়ে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। গণনার নয় রাউন্ডের শেষে রচনা লকেটের চেয়ে প্রায় ৩০ হাজার ভোটে এগিয়ে ছিলেন। স্থানীয় গণমাধ্যম আনন্দবাজার বলেছে, শেষ পর্যন্ত রচনাকে জয়ী ঘোষণা করা হয়।

শেষ পর্যন্ত লকেটের চেয়ে ৫২ হাজারের বেশি ভোটে এগিয়েছিলেন রচনা। রিপোর্ট লেখা পর্যন্ত রচনা পেয়েছেন ৫ লাখ ৬০ হাজার ১৬ ভোট, আর লকেট পেয়েছেন ৫ লাখ ৭ হাজার ৬৬২ ভোট। 

রাজনীতির মাঠে একে অপরের বিপক্ষে লড়াই করলেও আদতে দুই প্রার্থীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দু’জনেই অভিনেত্রী। পেশার সূত্রেই দু’জনের বন্ধুত্ব। প্রায় দীর্ঘ ১৭ বছরের বন্ধুত্ব রয়েছে লকেট এবং রচনার। রাজনীতির লড়াইয়ে নেমে একে অপরকে কখনও কটু কথায় আক্রমণ করেননি।

বড় পর্দা থেকে ছোট পর্দা, বিনোদন জগতে রচনা ‘দিদি নম্বর ওয়ান’। রাজনীতির মঞ্চে নেমেছিলেন নিজের সতীর্থের বিরুদ্ধেই লড়াই করতে। সেই যুদ্ধেও ‘দিদি নম্বর ওয়ান’ হলেন রচনা।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর