৪ জুন, ২০২৪ ১৮:৫০

পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলার দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক

পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলার দাবি ইউক্রেনের

পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০-তে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। সোমবার ইউক্রেন এই দাবি করেছে বলে খবর প্রকাশ করেছে সিএনএন। 

ইউক্রেন সরকারের মন্ত্রী ইরিনা ভেরেসেচুক সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ছবি প্রকাশ করে লিখেছেন, ‘রাশিয়ান অঞ্চলে দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ খুব ভালোভাবেই পুড়েছে।’ 

খবর অনুসারে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি ইউক্রেনকে মার্কিন অস্ত্র ব্যবহার করে সীমিত পরিসরে রাশিয়ার অঞ্চলে হামলার অনুমতি দেন। এরপরেই ইউক্রেন রাশিয়ার অঞ্চলে হামলার খবর দিল।

তবে ইউক্রেনের মন্ত্রী তার পোষ্টে স্পষ্ট করেননি রাশিয়ার অভ্যন্তরে হামলায় ইউক্রেন যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করেছে কিনা। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর