৪ জুন, ২০২৪ ১৯:৩৪

ভোটের এমন ফলাফল প্রত্যাশিত ছিল না: রাজস্থান বিজেপি প্রধান

অনলাইন ডেস্ক

ভোটের এমন ফলাফল প্রত্যাশিত ছিল না: রাজস্থান বিজেপি প্রধান

সি পি যোশি

ভারতে ১৮তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণা চলছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকাল থেকে এই ফল ঘোষণা শুরু হয়।

সন্ধ্যা সোয়া ৭টার দিকে রিপোর্ট লেখা পর্যন্ত ৫৪৩ আসনের মধ্যে ১৬৪ আসনের ফল ঘোষণা করা হয়।

এর মধ্যে ক্ষমতাসীন বিজেপি জয়ী হয়েছে ৯৩ আসনে। ওই সময় দলটি এগিয়ে ছিল ১৪৬ আসনে। আর বিরোধীদল কংগ্রেস জিতেছে ৩৮ আসনে। সে সময় দলটি এগিয়ে ছিল ৬১ আসনে।

রিপোর্ট লেখা পর্যন্ত যে ফলাফল পাওয়া যাচ্ছে, তাতে এবার একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। তাই এই ফল প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন বিজেপির রাজস্থান রাজ্যের প্রধান সি পি যোশি। 

তিনি বলেছেন, “বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট আবারও ক্ষমতায় আসবে। তবে এবারের এই ফলাফল তাদের কাছে প্রত্যাশিত ছিল না।”

মঙ্গলবার রাজস্থানের প্রাদেশিক রাজধানী জয়পুরে সাংবাদিকদের এসব কথা বলেন সি পি যোশি। তিনি বলেন, “লোকসভা নির্বাচনে আমরা যে ধরনের ফল প্রত্যাশা করেছিলাম, তা হয়নি। তবে আমরা এখনও চূড়ান্ত ফল পাওয়ার অপেক্ষায় আছি। যতদূর পর্যন্ত ভোট গণনা হয়েছে, তাতে এটা স্পষ্ট, এনডিএ জোট আবারও কেন্দ্রে সরকার গঠন করছে।”

রাজস্থান বিজেপি প্রধান সি পি যোশি আরও বলেন, নির্বাচনের সময় অপ্রাসঙ্গিক বিষয় তুলে ধরে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে বিরোধীরা। কিন্তু এনডিএ জনসমর্থন, জনগণের ভালোবাসা ও আশীর্বাদ পেয়েছে।

রাজস্থান রাজ্যে লোকসভার আসন আছে ২৫টি। এর মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত ২২টির ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিজেপি জিতেছে ১২ আসনে। আর কংগ্রেস জয়ী হয়েছে ৭টিতে। 

২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই রাজ্যের সব কটি আসনে জিতেছিল বিজেপি।

উল্লেখ্য, ভারতের কেন্দ্র সরকার গঠনের জন্য লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ২৭২টিতে জয়ী হতে হবে।

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর