৪ জুন, ২০২৪ ১৯:৫৯

‘মোদিকে চোখ রাঙানো’ মহুয়ার বাজিমাত

অনলাইন ডেস্ক

‘মোদিকে চোখ রাঙানো’ মহুয়ার বাজিমাত

সংসদ সদস্য পদ থেকে বহিষ্কৃত মহুয়া মৈত্রেয় আবারও করলেন বাজিমাত। তৃণমূল কংগ্রেসেরে এই নেত্রীর দাবি, সংসদে নরেন্দ্র মোদির বিরুদ্ধে মুখ খুলেছিলেন বলেই পদ হারিয়েছেন তিনি। লোকসভা ভোটে লড়াই করে আবার সংসদে যাওয়ার ছাড়পত্র জোগার করে নিয়েছেন মহুয়া। 

কৃষ্ণনগর থেকে জয়ী হয়েছেন মহুয়া। তিনি পেয়েছেন ৬ লাখ ২৪ হাজার ৭১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অমৃতা রায় পেয়েছেন ৫ লাখ ৬৭ হাজার ৬২৮ ভোট। যদিও ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এখনো। 

জয় পেয়ে মহুয়া বলেছেন, ‘নিজের জয়ের থেকেও বেশি খুশি বিজেপি নামক এই অশুভ শক্তি, মোদীর মতো অযোগ্য প্রধানমন্ত্রী যিনি ভারতে রাজ করেছেন ১০ বছরে, তার বিরুদ্ধে আজকের ভোট হয়েছে বলে। পশ্চিমবঙ্গের মানুষকে কুর্নিশ জানাই।’

লোকসভা নির্বাচনে এবার একক সংখ্যা গরিষ্ঠতা নাও পেতে পারে বর্তমান ক্ষমতাসীন বিজেপি। তবে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন জোট এনডিএ সরকার গঠন করতে যাচ্ছে আপাত পূর্বাভাস তেমনটাই বলছে। তবে গত নির্বাচনে বিপর্যয়ের মুখে পড়া কংগ্রেস এবার ফিরছে আরও শক্তিশালী হয়ে। দলটি একশ’র কাছাকাছি আসন পেতে পারে।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর