৫ জুন, ২০২৪ ১৩:০৮

কংগ্রেস জোট নেতার সঙ্গে একই বিমানে কিংমেকার নীতিশ, গুঞ্জন

অনলাইন ডেস্ক

কংগ্রেস জোট নেতার সঙ্গে একই বিমানে কিংমেকার নীতিশ, গুঞ্জন

 ভারতে সরকার গঠনে মোদির নেতৃত্বাধীন বিজেপিকে জোট শরিক দলগুলোর ওপর নির্ভর করতে হবে। তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু ও বিহারের জনতা দল-ইউনাইটেডের (জেডি-ইউ) কর্নধার নীতিশ কুমারের ওপর নির্ভর করছে অনেক সমীকরণ।

বর্তমান পরিস্থিতিতে দল দুটি হয়ে উঠছে ভারতের রাজনীতির কিংমেকার।

এরই মধ্যে গুঞ্জন উঠেছে, কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট নীতিশ-নাইডুকে দলে ভেড়াতে যোগাযোগ শুরু করেছে। এই দুই নেতাকে ভাগিয়ে নিয়ে সরকার গঠনের কুটকৌশল করছে বিরোধীশিবির।

সেই প্রচারের মধ্যেই কংগ্রেস জোটভুক্ত রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদবের সঙ্গে একই বিমানে দিল্লির পথে উড়াল দিলেন নীতিশ কুমার।  গুঞ্জন উঠেছে, ইন্ডিয়া জোটের সাবেক শরীক নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু কংগ্রেসে যোগ দিতে পারে। আর এটা করলে দিল্লির মসনদে হতে পারে রদবদল।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী, লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স-এনডিএ জোট পেয়েছে ২৯৪ টি আসন। অপর দিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মোট আসনসংখ্যা হয়েছে ২৩২টি।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর