৭ জুন, ২০২৪ ২০:২১

ইউরোপ আর শান্তির মহাদেশ নয় : জেলেনস্কি

অনলাইন ডেস্ক

ইউরোপ আর শান্তির মহাদেশ নয় : জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘ডি-ডে’র ৮০ বছর পর ইউরোপে ফ্যাসিবাদ ফিরছে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

৮০ বছর আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র শক্তি প্রায় দেড় লাখ সেনা ফ্রান্সের নরমান্ডিতে প্রবেশ করে যা জার্মানির পরাজয় ত্বরাণ্বিত করে। পশ্চিমা দেশগুলো প্রতিবছরের ৬ জুন ডি-ডে হিসেবে পালন করে।

শুক্রবার ফ্রান্সের সংসদে বক্তব্য দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বক্তব্যে তিনি বলেন, ‘ইউরোপ আর শান্তির মহাদেশ নেই।’ 

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, দুর্ভাগ্যক্রমে আমরা এমন এক সময়ে ইউরোপে বসবাস করছি যখন এটি আর শান্তির মহাদেশ নেই। দুর্ভাগ্যজনকভাবে নাৎসিবাদ ফিরে আসছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, ডি-ডে উপলক্ষে জেলেনস্কি অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে ফ্রান্সে যান।   

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রসঙ্গ তুলে জেলেনস্কি বলেন, আবারও ইউরোপের শহর সম্পূর্ণ ধ্বংস করা হচ্ছে, গ্রামগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে। আবার ইউরোপে ‘অনুপ্রবেশ এবং প্রত্যর্পণ ক্যাম্প’ ফিরছে। আর ঘৃণা রাশিয়ার নতুন আচার হিসেবে আবির্ভূত হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর