৮ জুন, ২০২৪ ১১:০৮

তাইওয়ানকে বার্তা মোদির, ক্ষুব্ধ চীন

অনলাইন ডেস্ক

তাইওয়ানকে বার্তা মোদির, ক্ষুব্ধ চীন

ফাইল ছবি

লোকসভা ভোটে জয়ের পরে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিল তাইওয়ান। জবাবে মোদীও সোশ্যাল মিডিয়ায় কুশল বিনিময় করেন। তাতেই চটেছে চীন। তাদের বক্তব্য, তাইওয়ান যে ‘রাজনৈতিক হিসেবনিকেশ’ করছে, তার থেকে দূরে থাকুক ভারত। 

ভারতীয় গণমাধ্যম বলছে, চীনের দাবি- তাইওয়ান তাদেরই দেশের ‘বিদ্রোহী ভূখণ্ড’। প্রয়োজনে বলপ্রয়োগ করেও তারা তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডে যোগ করতে বদ্ধপরিকর। উল্টো দিকে, তাইওয়ান তাদের অবস্থানে অনড়। লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পরে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে মোদিকে শুভেচ্ছাবার্তা পাঠান। গত মাসে লাই তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘দ্রুত গতিতে তাইওয়ান-ভারত অংশীদারি বাড়ছে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও উন্নয়ন বৃদ্ধিতে ব্যবসা, বাণিজ্য, প্রযুক্তি ও অন্যান্য ক্ষেত্রে যৌথ উদ্যোগে কাজ করতে চাই আমরা।’

মোদী তাইওয়ানের প্রেসিডেন্টকে পাল্টা ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘দু’দেশই উপকৃত হয়, এমন অর্থনৈতিক ও প্রযুক্তি-বিষয়ক যুগ্ম প্রয়াসে করতে আগ্রহী ভারতও।’ এর পরেই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘তাইওয়ান অঞ্চলের কোনও প্রেসিডেন্ট নেই।’

নিং বলেছেন, ‘তাইওয়ান প্রশাসনের সঙ্গে ভারতের কোনও প্রকার আলোচনার বিরোধিতা করে চীন।’ তার কথায়, ‘পৃথিবীতে একটাই চীন রয়েছে ও তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর