৮ জুন, ২০২৪ ১৯:৫৭

অবশেষে বিরোধী নেতা পাচ্ছে ভারতের লোকসভা

অনলাইন ডেস্ক

অবশেষে বিরোধী নেতা পাচ্ছে ভারতের লোকসভা

এবার এক দশক পর বিরোধীদলীয় নেতা পেতে যাচ্ছে ভারতের লোকসভা। শোনা যাচ্ছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীই বসতে পারেন বিরোধী দলীয় নেতার আসনে।

আজ শনিবার রাহুল গান্ধীকে দল থেকে সর্বসম্মতভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। এ নিয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোটের অন্য শরিকদের সাথেও আলোচনা হবে।

ভারতের লোকসভা ২০১৪ সাল থেকে বিরোধীদলীয় নেতাশূন্য ছিল। লোকসভায় বিরোধী নেতা হওয়ার জন্য কোনো একক ৫৪৩ আসনের অন্তত ১০ শতাংশ পেতে হয়। কিন্তু গত দুই লোকসভার নির্বাচনে কংগ্রেস বা অন্য কোনো দল তা পূরণ করতে পারেনি। এবার কংগ্রেস ৯৯টি আসন পেয়েছে। ফলে রাহুলের বিরোধী দলীয় নেতা হতে তেমন কোনো বাধা নেই।

রবিবার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি। লোকসভায় এবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি আসন পেয়েছে।অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট পেয়েছে ২৩৩ আসন।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হয়। তখন ব্যর্থতার দায়ভার নিয়ে দলটির সভাপতির পদ থেকে সরে দাঁড়ান রাহুল গান্ধী। কিন্তু সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর বড় কৃতিত্ব তার বলেই মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর