৯ জুন, ২০২৪ ১২:০৩

মোদির শপথ অনুষ্ঠানে যাবেন কংগ্রেস সভাপতি

অনলাইন ডেস্ক

মোদির শপথ অনুষ্ঠানে যাবেন কংগ্রেস সভাপতি

ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। আজ রবিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেশটির রাষ্ট্রপতি ভবনে হতে চলেছে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। এতে অংশ নেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

এক বিবৃতিতে কংগ্রেস জানিয়েছে, রাজ্যসভায় বিরোধী দলের নেতা হিসেবে খাড়গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। গতকাল শনিবার বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বিভিন্ন নেতার সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ‘ইন্ডিয়া’ জোটের শরিক তৃণমূল কংগ্রেস গতকাল শনিবার জানিয়ে দিয়েছে, তারা এই অনুষ্ঠানে যাবে না।

এদিকে, প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে গতকাল শনিবার দিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছাড়াও প্রতিবেশী দেশ ও ভারত মহাসাগরীয় অঞ্চলের আরও ছয় দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন। সিসিলিসের উপরাষ্ট্রপতি আহমেদ আফিফও গতকাল দিল্লি গেছেন। 

এছাড়া আজ দুপুরের মধ্যে একে একে উপস্থিত হবেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জগন্নাথ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোগবে, শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে বিদেশি অতিথিরা নৈশভোজের আসরে যোগ দেবেন। সূত্র : এনডিটিভি।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর