১০ জুন, ২০২৪ ১০:৪২

অষ্টম দফায় মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ব্লিঙ্কেন, যুদ্ধবিরতির ওপর জোর দেবেন

অনলাইন ডেস্ক

অষ্টম দফায় মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ব্লিঙ্কেন, যুদ্ধবিরতির ওপর জোর দেবেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অষ্টম দফায় মধ্যপ্রাচ্যে যাচ্ছেন। এই সফরে তিনি যুদ্ধবিরতির ওপর গুরুত্ব দেবেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি যুদ্ধবিরতি প্রস্তাব করেন। ইসরায়েল ও হামাসকে সেই যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। প্রথমে ইসরায়েল ও হামাস কেউই  বাইডেনের প্রস্তাবিত যুদ্ধবিরতি মানতে চায়নি। ইসরায়েল পরে রাজি হয়েছে তবে হামাস বলেছে, বাইডেনের প্রস্তাবে যুদ্ধ সমাপ্তির কোনো সুনির্দিষ্ট রূপরেখা না থাকায় তারা মানবে না। 

এমন পরিস্থিতিতে ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি নেতারা বাগাড়ম্বর করছেন। অন্যদিকে হামাসও নীরব। এই পরিস্থিতিতে ব্লিঙ্কেন কতটা সফল হবেন সেটা দেখার বিষয়। 

সর্বশেষ সফরে ব্লিঙ্কেন মিশর এবং ইসরায়েলে যাবেন। খবরে বলা হয়েছে, বৈঠকে ব্লিঙ্কেন প্রথমে মিসরের প্রেসিডেন্ট আব্দেল আল ফাত্তার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন। গাজায় যুদ্ধবিরতির জন্য মিসর কাজ করে যাচ্ছে। এরপর ব্লিঙ্কেন জেরুজালেম যাবেন এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন। সূত্র : এনডিটিভি

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর