১০ জুন, ২০২৪ ১৩:১৭

চারজনকে উদ্ধার করতে গিয়ে তিন বন্দীকে হত্যা করেছে ইসরায়েল: হামাস

অনলাইন ডেস্ক

চারজনকে উদ্ধার করতে গিয়ে তিন বন্দীকে হত্যা করেছে ইসরায়েল: হামাস

ফিলিস্তিনের গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে গণহত্যা চালিয়ে চারজন পণবন্দীকে উদ্ধার করেছে ইসরায়েল। এ সময় তারা ২৭৪ ফিলিস্তিনিকে হত্যার পাশাপাশি মার্কিন নাগরিকসহ তিন বন্দীকেও হত্যা করেছে বলে এক ভিডিও প্রকাশ করেছে হামাস।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হামাস আন্দোলনের সামরিক শাখা, আল-কাসাম ব্রিগেড রবিবার তাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে বলেছে- ইসরায়েলি বাহিনী একটি সামরিক অভিযানে ২৭৪ ফিলিস্তিনিকে হত্যা করার সময় এক মার্কিন নাগরিকসহ তিন বন্দীকেও হত্যা করেছে।

যাদেরকে হত্যা করা হয়েছে তাদের নাম প্রকাশ করেনি হামাস। সেই সঙ্গে ভিডিওটিতে মুখে সেন্সরবার ব্যবহার করে লাশ তিনটি অস্পষ্ট করে দেওয়া হয়।

ভিডিওতে আরও বলা হয়েছে, “আমাদের বন্দীদের মুক্তি না দিলে তোমাদের বন্দীদের মুক্তি দেওয়া হবে না।”

হামাস প্রাথমিকভাবে বলেছে, শনিবার ইসরায়েলি বাহিনী কয়েকজন বন্দীকে হত্যা করেছে। তবে ইসরায়েলি সামরিক মুখপাত্র এই এটিকে ‘ডাহা মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। সূত্র: মিডল ইস্ট আই

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর