১০ জুন, ২০২৪ ১৩:৪৭

ফিলিস্তিন ইস্যুতে মার্কিন দূতাবাসে ভাঙচুরের নিন্দা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

ফিলিস্তিন ইস্যুতে মার্কিন দূতাবাসে ভাঙচুরের নিন্দা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

অ্যান্থনি আলবানিজ

ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার সিডনিতে মার্কিন দূতাবাসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। 

সোমবার তিনি বলেছেন, বিক্ষোভকারীদের হাঙ্গামা বন্ধ করা উচিত। কারণ এসব কর্মকাণ্ড অস্ট্রেলিয়ার সংস্কৃতি নয়।

মধ্যপ্রাচ্যের সংঘাত কঠিন বিষয় উল্লেখ করে আলবানিজ বলেছেন, বিষয়টি খুবই সূক্ষ্ম এবং জটিল। এটি কোনও স্লোগানের বিষয় নয়। 

ক্যানবেরাতে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। যারা মার্কিন দূতাবাসে ভাঙচুর চালিয়ে বিক্ষোভ করেছেন তাদের আলবানিজ বলেছেন, সেখানে তারা যা করেছে তা সম্পদের ক্ষতি ছাড়া আর কিছুই নয়। 

জানা গেছে, সোমবার স্থানীয় সময় ভোর রাত ৩ টার দিকে অস্ট্রেলিয়ার মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয় বেশ কয়েকজন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী। সেসময় তারা দূতাবাসের জানালা লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। তাতে দূতাবাসের একটি জানালা ভেঙে যায়। নিরাপত্তা ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে বিক্ষোভকারীদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিক্ষোভকারীরা দূতাবাসের দেয়ালে ফিলিস্তিনের পক্ষে প্রতীকী প্রতিরোধের বেশ কিছু স্প্রে-পেইন্ট করেছে।

দেয়ালে ‘ফ্রি গাজা’ সহ বেশ কিছু ফিলিস্তিনপন্থী স্লোগান পেইন্ট করেছে বলেও জানিয়েছে পুলিশ। মূলত এই ঘটনার নিন্দা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। সূত্র: আল-জাজিরা

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর