১১ জুন, ২০২৪ ১০:৩৭

চীন-পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক নিয়ে যা বললেন ভারতের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

চীন-পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক নিয়ে যা বললেন ভারতের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী

নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

ভারতের নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন হয়েছে। এবারও পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব সামলাবেন এস জয়শঙ্কর। তার ওপরই আবার আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দ্বিতীয় মেয়াদে নতুন দপ্তরে বসার আগে চিরশত্রু পাকিস্তান—চীনের সঙ্গে তার কূটনৈতিক পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। 

এস জয়শঙ্কর বলেন, ‘মোদির নেতৃত্বাধীন তৃতীয় মেয়াদের সরকার চীন ও পাকিস্তানের সঙ্গে সীমান্ত সমস্যার সমাধানে জোর দেবে।’  

জয়শঙ্কর বলেন, যেকোনো দেশে বিশেষ করে গণতান্ত্রিক দেশে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করা অনেক বড় বিষয়। আজকের বিশ্ব অবশ্যই অনুভব করবে  ভারতে ব্যাপক রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজমান আছে।

জয়শঙ্কর বলেন, চীন ও পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক ভিন্ন। সেখানকার সমস্যাগুলোও ভিন্ন। আমাদের ফোকাস থাকবে চীনের সাথে সীমান্ত ইস্যু সমাধান করা । আর পাকিস্তানের সঙ্গে আমরা বহু পুরাতন আন্ত সীমান্ত সন্ত্রাসবাদ সমস্যা সমাধানের চেষ্টা করব। এ সময় তিনি বলেন, বর্তমান এই সংঘাতপূর্ণ এবং বিভাজিত বিশ্বে মোদি নেতৃত্বাধীন এনডিএ সরকার ভারতকে বিশ্ব বন্ধু হিসেবে স্থাপন করবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর