১১ জুন, ২০২৪ ১২:০৫

ফিলিস্তিন নিয়ে সম্মেলন আয়োজন করছে জর্ডান

অনলাইন ডেস্ক

ফিলিস্তিন নিয়ে সম্মেলন আয়োজন করছে জর্ডান

অবরুদ্ধ গাজায় আট মাসেরও বেশি সময় ধরে চলা ধ্বংসাত্মক ইসরায়েলি হত্যাযজ্ঞ সহ্য করা ফিলিস্তিনিদের জন্য জরুরি মানবিক প্রতিক্রিয়া নিয়ে একটি সামিটের ( সম্মেলন) আয়োজন করছে জর্ডান।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। নির্বিচার হামলায় ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগ নারী ও শিশু।

জর্ডানের রাজকীয় আদালত (র‌য়্যাল কোর্ট) জানিয়েছে, গাজা উপত্যকায় মানবিক বিপর্যয়ের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া বাড়ানোর উপায় নির্ধারণে নেতৃবৃন্দ এবং সহায়তা কর্মকর্তাদের সামিটের মাধ্যমে একত্রিত করার চেষ্টা করা হয়েছে। 

মৃত সাগর উপকূলে জাতিসংঘ, জর্ডান ও মিশরের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অংশ নেবেন।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সম্মেলনে ‘দ্রুত পুনরুদ্ধারের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে এবং গাজার মানবিক পরিস্থিতি মোকাবেলায় সম্মিলিত ও সমন্বিত প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি চাওয়া হবে।’

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর