১২ জুন, ২০২৪ ০৭:৫৩

বাইডেনের প্রস্তাবে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রের কোর্টে 'বল পাঠাল' হামাস

অনলাইন ডেস্ক

বাইডেনের প্রস্তাবে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রের কোর্টে 'বল পাঠাল' হামাস

একটি সামরিক প্যারেডে যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন দিচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সোমবার গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের তিন স্তরের একটি খসড়া প্রস্তাব পেশ করে। পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪ দেশের সমর্থনে এটি পাস হয়। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র বলে ‘বল এখন হামাসের কোর্টে।’

এর প্রতিক্রিয়ায় গাজার শাসক দল হামাসের পক্ষে একজন সিনিয়র কর্মকর্তা যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়া এবং আলোচনার জন্য তাদের প্রস্তুতির কথা জানিয়েছে। 

গাজার বাইরে থাকা হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি বলেন, তারা যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছেন এবং বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত। তিনি জানান, ইসরায়েল এটি মেনে চলবে কি না তা নিশ্চিত করা ওয়াশিংটনের ওপর নির্ভর করে।

সামি বলেন, ‘হামাস গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার এবং ইসরায়েলের জেলে থাকা ফিলিস্তিনি বন্দীদের জন্য গাজায় জিম্মিদের অদলবদল করার শর্ত মেনে নিয়েছে।’

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি নিশ্চিত করেছেন, বাইডেন প্রশাসন হামাসের কাছ থেকে যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব পেয়েছে।জন কিরবি বলেন, তারা এখন এটা মূল্যায়ন করছে। তিনি বলেন, এটা অবশ্যই ভালো যে আমাদের কাছে এখন জবাব আছে। এই মুহূর্তে তিনি আর কথা বাড়াতে চান না বলেও মন্তব্য করেন।

ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিনিধি মাইক হান্না বলেছেন, এর অর্থ- ‘যুক্তরাষ্ট্র হামাসের কাছ থেকে যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব পেয়েছে এবং তারা এখন বিস্তারিত দেখছে এবং এটা নিয়ে কাজ করেছে।’

আল জাজিরার এই রিপোর্টার বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন, বল হামাসের কোর্টে। এখন মনে হচ্ছে সেই দৃশ্য পরিবর্তন হয়েছে। যেহেতু হামাস বাইডেন প্রশাসনের তৈরি করা যুদ্ধবিরতি প্রস্তাবের জবাব দিয়েছে, তার মানে বল এখন যুক্তরাষ্ট্র  ও ইসরায়েলের কোর্টে। সূত্র : আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর