১২ জুন, ২০২৪ ০৮:৪৫

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে দুই ভারতীয় নিহত

অনলাইন ডেস্ক

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে দুই ভারতীয় নিহত

চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে রুশ সেনাবাহিনীতে নিয়োগ করা দুই ভারতীয় নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, সরকার বিষয়টি রাশিয়ার কাছে উত্থাপন করেছে। 

খবর অনুসারে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী রুশ সেনাবাহিনীতে ভারতীয়দের নিয়োগ অবিলম্বে বন্ধ করতে বলেছে। একইসঙ্গে বর্তমানে রুশ সেনাবাহিনীতে থাকা সমস্ত ভারতীয়কে দেশে ফেরার অনুমতি দিতে বলেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ায় চাকরি গ্রহণের ক্ষেত্রেও জনগণকে সতর্ক থাকতে বলেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মস্কোর ভারতীয় দূতাবাস বিষয়টি মস্কোয় রাশিয়ান কর্তৃপক্ষ এবং নয়াদিল্লিতে রাশিয়ার রাষ্ট্রদূতের কাছে জোরালোভাবে উত্থাপন করেছে। রাশিয়ান সেনাবাহিনীতে থাকা সমস্ত ভারতীয় নাগরিককে দ্রুত মুক্তি দেওয়া এবং দেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ভারত আরও দাবি করেছে, রাশিয়ান সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের ভবিষ্যতে কোনো নিয়োগ বন্ধ করতে হবে। এ ধরনের কার্যক্রম আমাদের অংশীদারিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না।

এর আগে মার্চে আন্তর্জাতিক গণমাধ্যমে রাশিয়ার হয়ে ভারতীয় নাগরিকরা ভাড়ায় যুদ্ধ করছে বলে খবর বের হয়। এরপর ভারত সরকার জানায়, বিষয়টি নিয়ে তারা কাজ করছে। রুশ সরকারের কাছে ভাড়ায় যুদ্ধ করতে যাওয়া নাগরিকদের ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে বলেও জানায় কর্তৃৃপক্ষ। সূত্র : এনডিটিভি

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর