১২ জুন, ২০২৪ ১১:৪০

পশ্চিমবঙ্গে শিশুর শরীরে বার্ডফ্লু শনাক্ত, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গে শিশুর শরীরে বার্ডফ্লু শনাক্ত, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভারতের পশ্চিমবঙ্গে চার বছরের এক শিশুর শরীরে বার্ড ফ্লু ভাইরাসের এইচ৯ এন ২ ধরন শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

ডব্লিউএইচও জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শ্বাসকষ্ট, তীব্র জ্বর ও পেটের সমস্যায় ভুগছিল সে। শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিতে হয়েছিল। মাস তিনেক চিকিৎসার পর বাড়ি ফিরেছে শিশুটি।

আক্রান্ত শিশুটি বাড়ির আশপাশে হাঁস-মুরগির সংস্পর্শে এসেছিল বলে জানিয়েছে ডব্লিউএইচও। সংস্থাটি বলছে, ওই শিশুর পরিবারের সদস্য কিংবা সে সংস্পর্শে এসেছিল, এমন কেউ অসুস্থ হয়েছেন বলে খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, বার্ড ফ্লু ভাইরাসের এইচ৯ এন ২ ধরন শনাক্ত হওয়ার ঘটনা ভারতে এটা দ্বিতীয়। এর আগে ২০১৯ সালে দেশটিতে প্রথম মানবশরীরে ভাইরাসটির এ ধরন শনাক্ত হয়েছিল।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর