১২ জুন, ২০২৪ ১৮:৪৮

উত্তর ইসরায়েলে ১৭০টির বেশি রকেট নিক্ষেপ হিজবুল্লাহর

অনলাইন ডেস্ক

উত্তর ইসরায়েলে ১৭০টির বেশি রকেট নিক্ষেপ হিজবুল্লাহর

ইসরায়েলের উত্তরাঞ্চলে ১৭০টির বেশি রকেট ব্যারেজ নিক্ষেপ করেছে লেবাননভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এছাড়াও বেশ কিছু মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে প্রতিরোধ গোষ্ঠীটি।

বুধবার এসব হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে।

হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের জোয়াইয়া শহরে ইসরায়েলি হামলায় সংগঠনটির কমান্ডার আবু তালেব আব্দাল্লাহ ওরফে আবু তালেবের নিহতের ঘটনায় প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।

জানা গেছে, বুধবার সকালে উত্তর ইসরায়েলের টাইবেরিয়াস, সাফেদ ও মেরনসহ বিভিন্ন এলাকাকে লক্ষ্যবস্তু করেছে হিজবুল্লাহ। 

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় একটি খোলা জায়গায় আগুন লেগে গিয়েছিল। সেটি নিভানোর জন্য কাজ চলমান রয়েছে।

তবে এ ঘটনায় ম্যাগেন ডেভিড অ্যাডম ঘোষণা করেছেন, তারা রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোনও খবর পায়নি। সূত্র: টাইমস অব ইসরায়েল, জেরুজালেম পোস্ট

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর