১৩ জুন, ২০২৪ ১৭:০৪

গাজা যুদ্ধের কারণে বিশ্বজুড়ে বাস্তুচ্যুতের সংখ্যা বেড়েছে ৮ শতাংশ : জাতিসংঘ

অনলাইন ডেস্ক

গাজা যুদ্ধের কারণে বিশ্বজুড়ে বাস্তুচ্যুতের সংখ্যা বেড়েছে ৮ শতাংশ : জাতিসংঘ

ইসরায়েলের যুদ্ধের কারণে গাজার ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়েছে। নতুন এক প্রতিবেদনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইসিআর এই তথ্য জানিয়েছে।

ইউএনএইচিসিআরের প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে বিশ্বজুড়ে ১১ কোটি ৭৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নিপীড়ন, সংঘাত, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন এবং অন্যান্য জন বিশৃঙ্খলার কারণে ২০২২ সালে ৮ কোটি ৮ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। কিন্তু গাজায় ইসরায়েলের যুদ্ধের কারণে গত বছর বাস্তুচ্যুতের সংখ্যা ৮ শতাংশ বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে প্রতি ৬৯ জনের মধ্যে একজন বা মোট জনসংখ্যার ১.৫ শতাংশ মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুতের শিকার হয়েছে। এক দশক আগে প্রতি ১২৫ জনে একজন বাস্তুচ্যুত ছিল। 

ইউএনএইচসিআর বলেছে, ৬ কোটি ৮৩ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে অন্যদিকে ৬৯ লাখ মানুষ আশ্রয়প্রার্থী হয়েছে। গাজা, সুদান, ইউক্রেন এবং হাইতির সংঘাতের কারণে বাস্তুচ্যুতের সংখ্যা বেড়েছে।

গত বছরের অক্টোবরে ইসরায়েল গাজায় আক্রমণ করে। জানুয়ারি পর্যন্ত গাজার ১৯ লাখ মানুষ (উপত্যকার মোট জনসংখ্যার ৮৫ শতাংশ) বাস্তুচ্যুত হয়েছে। সূত্র : সিএনএন

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর