১৪ জুন, ২০২৪ ১০:৪৮

ইসরায়েলি সেনাঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরাকি গ্রুপের

অনলাইন ডেস্ক

ইসরায়েলি সেনাঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরাকি গ্রুপের

প্রতীকী ছবি

ইরান সমর্থিত ইরাকের ইসলামি প্রতিরোধ গোষ্ঠী ইসরায়েলের রামাত ডেভিড সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে।

তবে ইসরায়েলি কর্তৃপক্ষ দেশটির উত্তরাঞ্চলের ওই ঘাঁটিতে হামলার বিষয়ে কোনও তথ্য জানাতে পারেনি। এমনকি সেখান সাইরেন বাজার শব্দও শোনা যায়নি বলে জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর হোম ফ্রন্ট কমান্ড।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসনে রিপোর্ট লেখা পর্যন্ত ৩৭ হাজার ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে আরও ৮৫ হাজার ৩৭ জন। সূত্র:  টাইমস অব ইসরায়েল, আল জাজিরা

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর