১৪ জুন, ২০২৪ ১৭:২৭

হিজবুল্লাহর হয়ে ইসরায়েলকে ‌‌ভয়াবহ হুঁশিয়ারি দিল ইরান

অনলাইন ডেস্ক

হিজবুল্লাহর হয়ে ইসরায়েলকে ‌‌ভয়াবহ হুঁশিয়ারি দিল ইরান

ইরানের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানি ইসরায়েলকে বিশেষ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, লেবাননের বিরুদ্ধে যুদ্ধে নামলে ইসরায়েলকে এমন জাহান্নামে পাঠানো হবে যেখান থেকে ফেরার কোনো উপায় থাকবে না।

ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আরাজির সাথে বাগদাদে বৈঠকের সময় তিনি এই মন্তব্য করেন। 

বাঘেরি কানি বলেছেন, ‘(ইসরায়েল যুদ্ধ শুরু করলে) লেবানন হবে জাহান্নাম (ইসরায়েলের জন্য) যেখান থেকে জায়নবাদীরা ফিরে আসতে পারবে না। যদি তারা জ্ঞানী হয়, তবে লেবাননের সাথে ফের তারা এটা (যুদ্ধ) করতে চাইবে না।’

 ২০০০ ও ২০০৬ সালে লেবাননের সাথে যুদ্ধে জড়িয়ে অবিশ্বাস্যভাবে হেরেছিল ইসরায়েল এমন দাবি করে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্টমন্ত্রী বলেন, ‌‌‌‘জায়নবাদীরা গাজার মানুষকে হত্যা করে ৭ অক্টোবরের (হামাসের ইসরায়েলে নজিরবিহীন হামলার ঘটনা) আগের অবস্থায় ফিরতে চায়। তবে সেটা আর কখনো সম্ভব নয়।’

২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকেই ইসরায়েলের সাথে নিয়মিত সংঘাত বহাল রেখেছে হিজবুল্লাহ। লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীর হামলার ভয়ে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকার হাজার হাজার বাসিন্দা ঘরছাড়া।

সূত্র: প্রেস টিভি
 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর