১৬ জুন, ২০২৪ ১৭:৩১

ইসরায়েলি কারাগারে বন্দী ৯৩০০ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক

ইসরায়েলি কারাগারে বন্দী ৯৩০০ ফিলিস্তিনি

প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি বলেছে, ইসরায়েলি কারাগারে বন্দী ৯ হাজার ৩০০ ফিলিস্তিনি। এরমধ্যে ৭৫ জন নারী এবং ২৫০ জন শিশু রয়েছে।

ফিলিস্তিনের এই কারা সংস্থা বলেছে, ইসরায়েল গাজা থেকে যে সকল ফিলিস্তিনিদের আটক করেছে, তাদের কাছে তার হিসাব নেই। তাদের ধারণা, এই সংখ্যা হাজার হবে।   

ইসরায়েলি কারা কর্তৃপক্ষ বলেছে, গাজা উপত্যকা থেকে তারা ৮৯৯ জন ফিলিস্তিনিকে আটক করেছেন। ইসরায়েল আটককৃতদের ‘অবৈধ যোদ্ধা’ হিসেবে উল্লেখ করেছে।

এদিকে শনিবার সকালে আল-আকসা মসজিদে ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।

ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, গাজা যুদ্ধের কারণে অধিকৃত পশ্চিম তীরে উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েলি বাহিনী মসজিদে যাওয়ার পথে ফেরার সময়ও মুসল্লিদের ওপর হামলা চালায়। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর