১৬ জুন, ২০২৪ ২০:৪১

সুইজারল্যান্ডে শান্তি সম্মেলনে ইউক্রেন যুদ্ধ বন্ধে সংলাপের আহ্বান

অনলাইন ডেস্ক

সুইজারল্যান্ডে শান্তি সম্মেলনে ইউক্রেন যুদ্ধ বন্ধে সংলাপের আহ্বান

সম্মেলনে প্রায় ১০০ দেশের প্রতিনিধি অংশ নেয়

সুইজারল্যান্ডে ইউক্রেনের শান্তি সম্মেলন শেষ হয়েছে। এই সম্মেলনে জার্মানি, ইতালিসহ কয়েক ডজন দেশ অংশ নেয়। সম্মেলনে যুদ্ধ বন্ধে সংলাপের আহ্বান জানানো হয়েছে।

আল জাজিরার খবর অনুসারে, সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো বলেছে যে, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানো উচিত। দীর্ঘস্থায়ী মীমাংসার জন্য বিদ্যমান পক্ষগুলোর মধ্যে সংলাপ আয়োজনের আহ্বান জানানো হয়েছে।

রবিবার দুইদিনব্যাপী শান্তি সম্মেলনের শেষ দিনে চূড়ান্ত বিবৃতিতে সম্মেলনে অংশগ্রহণকারী অধিকাংশ দেশ বন্দী সেনা বিনিময়কে সমর্থন করেছে। এছাড়া, রাশিয়ায় নেওয়া ইউক্রেনের শিশুদেরও ফেরত পাঠানোর দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি শান্তিতে পৌঁছাতে হলে সকল পক্ষের মধ্যে সংলাপ প্রয়োজন।’

সমাপণী বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যত দ্রুত সম্ভব ‘ফল’ অর্জন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী। জেলেনস্কি বলেন, ‘বিশ্বের সকলের কাছে আমরা প্রমাণ করব যে, জাতিসংঘ সনদের পূর্ণ কার্যকারিতা সম্ভব।’

তবে সম্মেলনে অংশ নেওয়া দেশ যেমন সৌদি আরব, ভারত, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মেক্সিকো এবং সংযুক্ত আরব আমিরাত সম্মেলনের বিবৃতিকে সমর্থন করেনি। অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় ‘পর্যবেক্ষক’ মর্যাদায় থাকা ব্রাজিলও সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে স্বাক্ষর করেনি।

চূড়ান্ত বিবৃতিতে সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং সকল রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতার নীতিকে সমর্থন জানানো হয়। সম্মেলনে ৯০টিরও বেশি দেশ অংশ নেয়।

সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। মস্কো এই সম্মেলনকে হাস্যকর এবং অর্থহীন বলে মন্তব্য করেছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর