১৬ জুন, ২০২৪ ২২:২৫

কাতারে তৃতীয় দফায় জাতিসংঘের বৈঠকে অংশ নেবে আফগান সরকার

অনলাইন ডেস্ক

কাতারে তৃতীয় দফায় জাতিসংঘের বৈঠকে অংশ নেবে আফগান সরকার

আফগান সরকার কাতারের রাজধানী দোহায় চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় জাতিসংঘের তৃতীয় দফার বৈঠকে অংশ নেবে। রবিবার আফগান সরকারের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। 

খবর অনুসারে, আফগানিস্তানের ক্ষমতাসীন সরকার এর আগের দফায় জাতিসংঘের আহ্বান প্রত্যাখান করে। 

আফগানিস্তান নিয়ে কাতারে বিদেশি বিশেষ দূতদের সম্মেলনে তালেবান সরকারের অংশগ্রহণ নিয়ে সন্দেহ ছিল। প্রথম রাউন্ডে তালেবান সরকারকে আমন্ত্রণ জানানো হয়নি। ফেব্রুয়ারিতে যখন তাদের দ্বিতীয় রাউন্ডে আমন্ত্রণ জানানো হয়, তখন তারা সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আসন্ন দোহা সম্মেলনে ইসলামিক আমিরাত সরকারের একটি প্রতিনিধি দল অংশ নেবে। তারা সেখানে আফগানিস্তানকে প্রতিনিধত্ব করবেন এবং আফগানিস্তানের অবস্থান ব্যক্ত করবেন। 

কাতারের রাজধানী দোহায় আগামী ৩০ জুন ও ১ জুলাই আফগানিস্তান নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাবিউল্লাহ মুজাহিদ সাংবাদিকদের বলেছেন, তার সরকারের প্রতিনিধি দলে কারা থাকবে তা এখনও নির্ধারণ করা হয়নি। আর তাদের প্রতিনিধি দল অংশ নেবে কারণ, সম্মেলনের আলোচ্যসূচি দেখে তাদের মনে হয়েছে, এটা আফগানিস্তানের জন্য উপকারী হবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর