১৭ জুন, ২০২৪ ১৫:৪৬

ঈদের শুভেচ্ছা বার্তায় গাজায় যুদ্ধবিরতি চাইলেন বাইডেন

অনলাইন ডেস্ক

ঈদের শুভেচ্ছা বার্তায় গাজায় যুদ্ধবিরতি চাইলেন বাইডেন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের মুসলমিদের শুভেচ্ছাবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই বার্তায় গাজায় যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানিয়েছেন বাইডেন।

বাইডেন বলেছেন, গাজার চলমান ভয়াবহ যুদ্ধ থেকে বেসামরিক মানুষদের রক্ষা করার এটাই উত্তম সময়।

বাইডেন শুভেচ্ছা বার্তায় বলেছেন, ‘হাজার হাজার শিশু, বহু নিরীহ মানুষ নিহত হচ্ছেন। পরিবারগুলো ঘর হারাচ্ছে। স্থানীয় লোকজন দেখছেন কীভাবে আশপাশের মানুষ ধ্বংস হচ্ছে। তাদের যন্ত্রণা সীমাহীন।’

বাইডেন আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র-সমর্থিত তিন ধাপের যুদ্ধবিরতি প্রস্তাবটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, গাজার ভয়াবহতা বন্ধ করা ও যুদ্ধ থামাতে এটাই সবচেয়ে ভালো কৌশল।’


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর