১৭ জুন, ২০২৪ ২৩:৪১

রাফার ৬০ শতাংশ অঞ্চল নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইসরায়েলি বাহিনীর

অনলাইন ডেস্ক

রাফার ৬০ শতাংশ অঞ্চল নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইসরায়েলি বাহিনীর

রাফায় ইসরায়েলি হামলায় ধোঁয়া উড়তে দেখা যায়

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের ৬০ শতাংশ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ৪০ দিন ধরে রাফা শহরে স্থল অভিযান চালাচ্ছে। অভিযানে দক্ষিণ গাজার রাফা শহরের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ জোরদার করার দাবি করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এখন শাবুরা, ব্রাজিল, তাল আস-সুলতান এবং ফিলাডেলফি করিডোরের আশেপাশে তাদের অপারেশনাল নিয়ন্ত্রণ রয়েছে।

এই লড়াইয়ে তারা ২২ সেনা হারিয়েছে এবং ৩০০ জনেরও বেশি আহত হয়েছে বলেও জানিয়েছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী ৫৫০ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে বলেও দাবি করেছে।

আন্তর্জাতিক চাপ সত্ত্বেও মে মাস থেকে গাজার রাফা শহরে স্থল অভিযানে নামে ইসরায়েলি বাহিনী। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর