শিরোনাম
১৮ জুন, ২০২৪ ১৭:১৪

পশ্চিম তীরের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে : জাতিসংঘ

অনলাইন ডেস্ক

পশ্চিম তীরের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে : জাতিসংঘ

পশ্চিম তীরে অভিযানে ইসরায়েলি বাহিনী

জাতিসংঘের মানবাধিকার প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, পশ্চিম তীরের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। অন্যদিকে গাজায় ‘বিবেকহীন মৃত্যু ও দুর্ভোগ চলছে।

 খবর অনুসারে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে বলেন, ‘পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরের পরিস্থিতি নাটকীয়ভাবে অবনতির দিকে যাচ্ছে।’

গাজায় ইসরায়েলি সামরিক তৎপরতা এবং জনবহুল এলাকা জিম্মি করে রাখার বিষয় উল্লেখ করে তুর্ক বলেন, গাজায় সংঘাতে জড়িত পক্ষগুলোর ‘আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের প্রতি অবজ্ঞা দেখে’ তিনি মর্মাহত।

৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী আক্রমণ চালাচ্ছে। এই সময়ে পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর বর্বরতা অব্যাহত হয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৭ হাজার ৩৭২ জন ফিলিস্তিনি নিহত এবং ৮৫,৪৫২ জন আহত হয়েছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর