১৮ জুন, ২০২৪ ২১:১৩

মোদির জোটের শরিকরা কংগ্রেসের সাথে যোগাযোগ রাখছে, সাক্ষাৎকারে রাহুল

অনলাইন ডেস্ক

মোদির জোটের শরিকরা কংগ্রেসের সাথে যোগাযোগ রাখছে, সাক্ষাৎকারে রাহুল

এবারের নরেন্দ্র মোদির সরকার যেকোনো সময় পড়ে যেতে পারে বলেই মনে করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম, দ্য ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে রাহুল বলেছেন, যেকোনো এক দল এদিক ওদিক করলেই সরকার পড়ে যেতে পারে। এসময় রাহুল আরও দাবি করেছেন, মোদির নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিকরা তাদের জোটের সাথেও যোগাযোগ রাখছে।

রাহুল আরও দাবি করেছেন, এবারের যাত্রা মোদির জন্য মোটেও সহজ হবে না। কারণ জোট শরিকদের মনরক্ষা করে চলতে গিয়ে মোদির হাঁফ ধরে যেতে পারে। এছাড়াও ওই জোটের (এনডিএ) মধ্যে অসন্তোষও রয়েছে। 

মোদির রাজনীতি আর ভাবমূর্তি দুই-ই এই লোকসভা নির্বাচনে শেষ হয়ে গেছে বলে দাবি করেছেন রাহুল। তিনি বলেছেন, ২০১৪ ও ২০১৯ সালে যে (ধর্মীয়) প্রচারকাজ করেছে, এবার তা ব্যর্থ। তার কথায়, ‘যে দলটা গেল ১০ বছর ধরে শুধু অযোধ্যা অযোধ্যা করে গেছে, তারা সেই অযোধ্যাতেই হেরে গেছে!’ রাহুল মনে করেন, ধর্মীয় ঘৃণা ছড়ানোর মধ্য দিয়ে রাজনীতির ফায়দা লোটার যে চেষ্টা করেছেন করার যে মৌলিক কাঠামো বিজেপি অবলম্বন করে এসেছে, তা চুরচুর করে ভেঙে পড়েছে।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর