২০ জুন, ২০২৪ ১৪:২৯

ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবে যাওয়া জাহাজের ভিডিও প্রকাশ করল হুতি

অনলাইন ডেস্ক

ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবে যাওয়া জাহাজের ভিডিও প্রকাশ করল হুতি

গ্রিসের মালিকানাধীন কয়লাবাহী জাহাজ ‘টিউটর’ লোহিত সাগরে ডুবে গেছে। ডুবে যাওয়া জাহাজের ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের অস্ত্রধারী গোষ্ঠী হুতিরা। 

লোহিত সাগরের হোদাইদাহ বন্দরে গত ১২ জুন গ্রিসের টিউটর জাহাজে ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরকবাহী রিমোট কন্ট্রোল নৌকা আঘাত হানে। এরপর জাহাজটিতে পানি উঠতে শুরু করে। আঘাতের সময় ইঞ্জিন রুমে থাকা একজন ক্রু সদস্য নিখোঁজ হন।

এর আগে, গত ২ মার্চ হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ৪১ হাজার টনেরও বেশি সার বহনকারী ব্রিটিশ মালিকানাধীন রুবিমার জাহাজটি বিধ্বস্ত হয়ে ডুবে যায়।

ডুবে যাওয়া জাহাজটি ইয়েমেনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে লোহিত সাগর দিয়ে ইসরায়েলের বন্দরে প্রবেশের চেষ্টা করছিল বলে দাবি করেছে গোষ্ঠীটি। ফুটেজে দেখা যায়, লোহিত সাগর দিয়ে ইসরায়েলের দিকে যাওয়ার সময় দুটি ড্রোন-বোট জাহাজটিতে আঘাত করে। এর ফলে জাহাজটি ডুবে যায়।   

দ্য  টিউটর নামে ওই জাহাজটির ডুবে যাওয়া বিদ্যমান পরিস্থিতিতে উত্তেজনা আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, হামলায় এক ক্রু নিহত হয়েছেন, তিনি ফিলিপাইনের নাগরিক।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকে এডেন উপসাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান–সমর্থিত হুতিরা। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেই এ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর