২১ জুন, ২০২৪ ১৭:৫০

ইমরান খানের দলের বিক্ষোভে ১৪৪ ধারা জারি

অনলাইন ডেস্ক

ইমরান খানের দলের বিক্ষোভে ১৪৪ ধারা জারি

কারাগারে যাওয়ার আগে এক সমাবেশে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই ইনসাফ পাকিস্তানের প্রধান ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে ১৪৪ ধারা জারি করেছে পাঞ্জাব সরকার। শুক্রবার দেশজুড়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইমরান খান আদিলা কারাগারে বন্দী আছেন। 

পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগ বলেছে, ১৪৪ ধারা জারি করো হলো যা অবিলম্বে কার্যকর হবে। এটি আগামী ৭ দিন বলবৎ থাকবে।

১৪৪ ধারায় সমাবেশ, জনসমাবেশ, র‌্যালি, মিছিল, বিক্ষোভ এবং সকল ধরনের বিক্ষোভ আওতা ভুক্ত থাকবে।

এদিকে পিটিআই বলেছে, পুলিশ পিটিআই নেতাদের বাড়িতে অবৈধ  হানা দিয়ে তাণ্ডব চালিয়েছে।

জাতীয় সংসদে ১৪৪ ধারা জারি নিয়ে কথা বলেন বিরোধীদলীয় নেতা ওমর আয়ুব। তিনি ১৪৪ ধারা জারির প্রতিবাদ জানান এবং সংসদের ডেপুটি স্পিকার গোলাম মোস্তফা শাহকে সংবিধানের লঙ্ঘন ১৪৪ ধারা বাতিলের আহ্বান জানান।   

পিটিআই মুখপাত্র রাউফ হাসান ১৪৪ ধারা বাতিলের নিন্দা জানিয়েছেন। এটিকে তিনি লজ্জাজনক বলে অভিহিত করে বলেছেন, ‘সরকার ইমরান খানকে নিয়ে কতটা ভীত এটি তারই বহিঃপ্রকাশ। সরকারের এই সিদ্ধান্ত পিটিআই সমর্থকদের কেবল উজ্জীবিত করবে বলেও এক্সে তিনি উল্লেখ করেন।’ 

পিটিআই মুখপাত্র বলেন, ইমরান খান বিজয়ী হবে, পাকিস্তানের জনগণ বিজয়ী হবে, পাকিস্তান বিজয়ী হবে। তাদের স্বপ্ন বাস্তবায়নে কিছুই বাধা হতে পারবে না। সূত্র : ডন 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর