২৩ জুন, ২০২৪ ১৭:৫৪

ইসরায়েলি সেনাদের হত্যার দাবি হিজবুল্লাহর

অনলাইন ডেস্ক

ইসরায়েলি সেনাদের হত্যার দাবি হিজবুল্লাহর

ফিলিস্তিনে ইসরায়েলি সাজোয়া যান

ইসরায়েলের উত্তরাঞ্চলে দেশটির সেনাবাহিনীর সদস্যদের হত্যার দাবি করেছে হিজবুল্লাহ। আল জাজিরার খবর অনুসারে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা উত্তর ইসরায়েলের আয়েলেত হাশাহারে ইসরায়েলের ৯১তম ডিভিশনের সদর দফতরে ড্রোন হামলায চালিয়েছেন। এই ড্রোন ইসরায়েলি সেনাদের ওপর ‘সরাসরি আঘাত’ করেছে।

লেবাননের গোষ্ঠীটি বলেছে, হামলায় ইসরায়েলি সেনারা নিহত ও আহত হয়েছেন।

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, একদিন আগে পূর্ব লেবাননের বেকা জেলার আল-খায়ারা শহরে ইসরায়েলি শত্রুদের পরিচালিত হত্যাকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে। ওই আক্রমণ নিয়ে ইসরায়েলি বাহিনী জানিয়েছিল, তারা একটি ড্রোন দিয়ে ‘হামাস ও ইসলামিক গ্রুপ’কে (আল-জামা আল-ইসলামিয়া) অস্ত্র সরবরাহের দায়িত্বে থাকা আয়মান ঘাটমেহকে হত্যা করেছে।

হিজবুল্লাহর দাবি নিয়ে ইসরায়েল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে তারা একটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে ইসরায়েলি বাহিনী ৩৭ হাজার ৫৯৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর