২৪ জুন, ২০২৪ ১৬:৫৭

পরমাণু নীতি হালনাগাদ শুরু করেছে রাশিয়া

অনলাইন ডেস্ক

পরমাণু নীতি হালনাগাদ শুরু করেছে রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

বিশ্বের সবচেয়ে বড় পরমাণু শক্তিধর দেশ রাশিয়া তাদের পরমাণু মতবাদ হালনাগাদ করা শুরু করেছে।  ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য জানিয়েছেন। এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটা নিয়ে কথা বলেছিলেন। পুতিনকে ‍ঋদ্ধৃক করে পেসকভ বলেছেন, এই মতবাদকে বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার কাজ চলছে। 

রুশ পার্লামেন্টের একজন জ্যেষ্ঠ সদস্য রোববার বলেছেন, পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সরকারি নীতিতে বেঁধে দেওয়া সিদ্ধান্ত গ্রহণের সময় কমিয়ে আনতে পারে মস্কো, যদি তারা মনে করে, হুমকি বাড়ছে।

 গত মাসে পুতিন বলেছিলেন, রাশিয়া তার আনুষ্ঠানিক পরমাণু নীতি পরিবর্তন করতে পারে। কোন শর্তে এ ধরনের অস্ত্র ব্যবহার করা যাবে তা নির্ধারণ করা হবে।

 ইউক্রেন যুদ্ধ ১৯৬২ সালের কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় সংঘাতের সূত্রপাত করেছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর