২৫ জুন, ২০২৪ ১৯:০১

দিল্লি হাইকোর্টে আটকে গেল কেজরিওয়ালের জামিন

অনলাইন ডেস্ক

দিল্লি হাইকোর্টে আটকে গেল কেজরিওয়ালের জামিন

অরবিন্দ কেজরিওয়াল (ফাইল ছবি )

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিম্ন আদালতের দেওয়া জামিনের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। ফলে আপাতত তিহার জেলেই থাকতে হচ্ছে আম আদমি পার্টির (আপ) এই নেতাকে।

মঙ্গলবার দিল্লি হাইকোর্টের বিচারপতি সুধীরকুমার জৈন ও বিচারপতি রবীন্দর দুদেজার অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন।

আগামীকাল বুধবার সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের জামিনসংক্রান্ত আবেদন বিবেচনা করবেন।

আবগারি (মদ) মামলায় ঘুষের অভিযোগে ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গত ২৩ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করে। কেজরিওয়াল সেই গ্রেফতারের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছিলেন। তার আবেদন ছিল, ভোটে প্রচার ঠেকাতে মিথ্যা অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। সে আবেদন শুনে সুপ্রিম কোর্ট তাকে লোকসভা ভোটে প্রচারের অনুমতি দিয়েছিলেন। ভোট শেষে তিহার জেলে ফিরে যাওয়া কেজরিওয়াল জামিনের জন্য নিম্ন আদালতে আবেদন করেন। রাউস অ্যাভিনিউয়ের নিম্ন আদালত সেই জামিন মঞ্জুর করলে ইডি তা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে। মঙ্গলবার বিচারপতি সুধীরকুমার জৈন ও বিচারপতি রবীন্দ্র দুদেজার অবকাশকালীন বেঞ্চ ইডির আবেদন মেনে জামিনের আদেশের ওপর স্থগিতাদেশ দেন।

নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে ইডির পক্ষে আইনজীবী দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু বলেন, বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইনের (পিএমএলএ) ৪৫ নম্বর ধারা অনুযায়ী জামিনের বিরোধিতা করে যেসব নথি ইডি পেশ করেছিল, নিম্ন আদালত তা যথাযথভাবে বিবেচনা করেননি। তাকে সবকিছু বলার সুযোগও দেওয়া হয়নি। একতরফাভাবে জামিন মঞ্জুর করা হয়েছে। এর পাল্টা কেজরিওয়ালের আইনজীবীদের বক্তব্য ছিল, দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এখনও কোনও অকাট্য প্রমাণ ইডি দাখিল করতে পারেনি। অর্থের লেনদেনও প্রমাণ করতে পারেনি। মঙ্গলবার রায় দেওয়ার সময় হাইকোর্টের বিচারপতিরা অবশ্য বলেন, জামিনের নির্দেশ দেওয়ার আগে নিম্ন আদালত ইডির জমা দেওয়া বিপুল নথির যথাযোগ্য বিবেচনা ও তাদের যুক্তিগুলোর মূল্যায়ন যথাযথভাবে করেননি।

কেজরিওয়ালকে নিম্ন আদালত ২০ জুন জামিন দেন। সেই নির্দেশ ৪৮ ঘণ্টা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছিল ইডি। কিন্তু নিম্ন আদালত তা মঞ্জুর করেননি। এক লাখ রুপি বন্ডের বিনিময়ে জামিন পাওয়ার আগেই ইডি পরদিন দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হয়। সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর